× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে খুদে বিজ্ঞানীদের উৎসব

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ পিএম

মাধবপুরে খুদে বিজ্ঞানীদের উৎসব

হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে খুদে বিজ্ঞানী উৎসব। বুধবার (৬ নভেম্বর) সকালে মনতলা কলেজ মাঠে মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে উৎসবে ২৫টি স্টল বসানো হয়। এতে প্রাথমিক পর্যায়ের বিজ্ঞানবিষয়ক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট, মডেল ও পোস্টার টাইপ উপকরণ প্রদর্শিত হয়। উৎসবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপকরণ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। উপস্থিত দর্শনার্থীরা উপকরণগুলো দেখে উচ্ছ্বসিত হয়। মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষক আব্দুল জব্বার স্টলগুলো ঘুরে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন আয়োজন আমার জীবদ্দশায় কখনও দেখিনি। এমন চমৎকার আয়োজন শিশুদের বিজ্ঞানের ভয় দূর করতে সহায়তা করবে।’

মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঈশিতা রানী দাস তনুশ্রীর মা শিখা রানী দাস বলেন, ‘এমন উৎসবমুখর পরিবেশে এর আগে এমন অনুষ্ঠান হয়নি। আমার সবচেয়ে ভালো লেগেছে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন পর্বটি। সবার উপকরণগুলো খুবই আকর্ষণীয় ও মজার।’ শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া জাহান রোজার বাবা লিটন মিয়া বলেন, ‘এমন উদ্ভাবনী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। শিশুর বিজ্ঞানের ভয় দূর করে হাতে-কলমে শিখতে খুবই কার্যকর।’ তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী দলের নেতা বলে, ‘আজ ঈদের দিনের মতো আনন্দ মনে হচ্ছে। আমরা স্কুলে এমন সুন্দর সুন্দর উপকরণের মাধ্যমে শিখি। অনেক মজা লাগে। আনন্দ পাই।’

শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম বলেন, বিজ্ঞানবিষয়ক উৎসবে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, খুদে বিজ্ঞানী দল বিজ্ঞান প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা, সেরা বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা, হাতে তৈরি বিজ্ঞান প্রকল্প ও উপকরণ প্রদর্শন করার মাধ্যমে সেরা বিজ্ঞান বিদ্যালয় নির্বাচন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা সৃষ্টি করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা