× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হয়তো তিনিই প্রথম প্রতিবন্ধী মহাকাশচারী

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৮:১৯ পিএম

জন ম্যাকফল। ছবি : সংগৃহীত

জন ম্যাকফল। ছবি : সংগৃহীত

ইউরোপীয় মহাকাশ সংস্থাতে (ইএসএ) প্রশিক্ষণ প্রোগ্রামে যোগদানের জন্য নির্বাচিত হয়েছেন প্রতিবন্ধী ব্রিটিশ নাগরিক জন ম্যাকফল। সম্ভবত তিনিই হতে যাচ্ছেন, ইতিহাসের প্রথম প্রতিবন্ধী মহাকাশচারী।

বুধবার ইএসএর পক্ষ থেকে এক ঘোষণায় এমনটাই জানানো হয়েছে।  

৪১ বছর বয়সি জন ম্যাকফল ১৯ বছর বয়সে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পা হারান এবং পরবর্তীতে প্যারালিম্পিক গেমসে গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ইএসএ বলছে, এর আগে কোনো বড় পশ্চিমা মহাকাশ সংস্থা কখনও ‘প্রতিবন্ধী নভোচারী’ মহাকাশে পাঠায়নি। 

যদিও এখনও ম্যাকফলের মহাকাশে যাওয়া পুরোপুরি নিশ্চিত নয়। স্পেস ট্রেনিং কর্পসে তার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে তার মহাকাশযাত্রা। 

তবে ম্যাকফল বলেছেন, এই সুযোগটি ‘অনুপ্রেরণা ও আনন্দদায়ক’।

মহাকাশচারী হতে পুরো ইউরোপের ২২ হাজার ৫০০ জন আবেদন করেন। এর মধ্যে ২০০ জন ছিলেন প্রতিবন্ধী।

প্রাথমিকভাবে এদের থেকে মোট ১ হাজার ৩৬১ জনকে নির্বাচিত করা হয়। এরপরের ধাপে ৪০০ জনকে নির্বাচিত করা হয়। সবশেষ ৬ জন ভবিষ্যৎ মহাকাশচারী নির্বাচিত হয়। সেই ৬ জনের ১ জনই জন ম্যাকফল। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা