প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৬ পিএম
ওমরাহ পালনকারী নারীদের পোশাক অবশ্য ঢিলেঢালা, অলংকারমুক্ত ও সারা শরীর ঢেকে রাখে এ রকম হতে হবে।
নারী ওমরাহ পালনকারীদের পোশাকের কিছু নতুন নিয়ম নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ পালনকারী নারীদের পোশাক অবশ্য ঢিলেঢালা, অলংকারমুক্ত ও সারা শরীর ঢেকে রাখে এ রকম হতে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (টুইটার) এক পোস্টে এসব নতুন বিধানের কথা জানিয়েছে। উল্লিখিত শর্ত পূরণ করলে যেকোনো ধরনের পোশাক পরেই নারীরা ওমরাহ পালন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের ওই ঘোষণায়।
চলতি বছরের ওমরাহের মৌসুম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। চলতি মৌসুমে প্রায় ১ কোটি পুণ্যার্থী সারা বিশ্ব থেকে কাবা শরিফে ওমরাহ পালন করতে আসবেন বলে আশা করা হচ্ছে।
হজের ঠিক পরপরই ওমরাহ মৌসুম শুরু হয়। এ বছরের হজে প্রায় ১ কোটি ৮০ লাখ মুসলিম অংশ নিয়েছেন।
গত কয়েক মাসে সৌদি আরব ওমরাহ পালন ইচ্ছুক বিদেশি মুসলিমদের জন্য বেশকিছু সুবিধা চালু করেছে। পার্সোনাল, ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী ব্যক্তিরা এখন চাইলেই ওমরাহ পালন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করতে পারবেন। রওজা মোবারক জিয়ারতের জন্য এখন অনলাইনে ই-অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন পুণ্যার্থীরা।
তা ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে। ওমরাহ ভিসাধারীরা এখন চাইলে স্থল, আকাশ ও সমুদ্র—যেকোনো পথেই সৌদি আরবে আসতে পারবেন এবং যেকোনো বিমানবন্দর থেকে ফিরে যেতে পারবেন।
সূত্র : গাফল নিউজ