× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে পরস্পরের সহযোগী হওয়া

শাহীন হাসনাত

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ০০:১৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রমজান মাসে রোজা ও অন্যান্য ইবাদতে বরকত লাভের একটা অনিবার্য অনুষঙ্গ হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা। রমজানে এর গুরুত্ব ও তাৎপর্য অন্য ইবাদতের মতোই বহুগুণে বৃদ্ধি পায়। নেক কাজ ও তাকওয়া অর্জনের ক্ষেত্রে অন্যের সহায়তা ও সহযোগিতা করা সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চল। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন।’ Ñসুরা মায়েদা : ২

হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব কষ্টসমূহের একটি দূর করে দেয়, মহান আল্লাহ কেয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাবের কষ্ট লাঘব করে, আল্লাহতায়ালা তার দুনিয়া ও আখেরাতের অভাবের কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহতায়ালা দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। আল্লাহতায়ালা বান্দার সহায়তায় থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহায়তায় থাকে।’ Ñসহিহ মুসলিম : ৩৮

কোরআন-হাদিসের বাণীগুলো এ বিষয়ে সুস্পষ্ট, নেক কাজে মুসলিম ভাইয়ের সহযোগিতা করা অনেক বড় নেক আমল। নেক কাজে মুসলিম ভাইয়ের সহযোগিতা, বিশেষভাবে রোজাদারের সহযোগিতা একটি বিশাল ও বিস্তৃত অধ্যায়। এখানে রোজাদারের সহযোগিতার কয়েকটি আঙ্গিক ও দিক সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো।

রমজানের বাড়তি আয়োজনের সঙ্গে সঙ্গে ঘরের কাজও বেড়ে যায়। সংসারের অন্যান্য কাজ ছাড়াও ইফতার, রাতের খাবার ও সাহরির খাবার প্রস্তুতির বাড়তি চাপ থাকে। তবে পারস্পরিক সহযোগিতা এ বাড়তি চাপ কাটিয়ে উঠতে বড় ভূমিকা পালন করতে পারে। যেমন ঘরের পুরুষ লোকেরা স্ত্রী লোকদের সহায়তা করতে পারেন।

আরেকটি বিষয়, বিশেষ প্রয়োজন না হলে রমজানে রান্নাবান্নার বড় আয়োজন না করাই ভালো। যদি করতেই হয় তবে খেয়াল রাখতে হবে বাড়ির লোকদের ওপর যেন বাড়তি চাপ না হয়। সর্বাবস্থায় খেয়াল রাখা, এ মাসে আমার দ্বারা যেন কোনো রোজাদারের ন্যূনতম কষ্ট না হয়, আমলে ব্যাঘাত না ঘটে। বরং আমি যেন তাদের কষ্ট লাঘব করতে পারি সে চেষ্টা করা।

ঘরের নারী সদস্যরাও রোজা রাখেন। এ মাসে অন্যান্য ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের আগ্রহ তাদেরও থাকে। রমজানের শারীরিক অবসাদ ও ক্লান্তিবোধ তাদেরও কোনো অংশে কম হয় না। এ ক্ষেত্রে তাদের কাজে যদি সহায়তা না-ও করতে পারি কমপক্ষে এতটুকু করা উচিত, নিজেদের চাহিদামতো কিছু না হলে অথবা কোনো কিছু ঘাটতি হলে তা সহ্য করে নেওয়া। এটাও তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ।

অন্য সময় যাদের কাজের লোকের প্রয়োজন হয় না, রমজানে তাদেরও এর প্রয়োজন অনুভূত হয়। রমজানে গৃহকর্মীদের প্রতি গৃহকর্তাদের কিছু দায়িত্ব চলে আসে। যদি গৃহকর্মীরা রোজাদার হয় তাহলে তাদের কাজে সহযোগিতা করা। রোজাদারের প্রতি সম্মান ও রমজানে গৃহকর্মীদের প্রতি সদয় ও সদাচারের দাবি হলো, তার কাজ কমিয়ে পারিশ্রমিক বেশি দেওয়া। এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি এ মাসে নিজের অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দেয়, আল্লাহতায়ালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন।’ Ñশুয়াবুল ইমান : ৩৩৩৬

দানশীলতা মহৎ গুণ। দানের মাধ্যমে আল্লাহর দেওয়া সম্পদের শুকরিয়া আদায় হয়। দানে সম্পদ বাড়ে। রমজানে দানের ফজিলত অনেক। রসুলুল্লাহ (সা.)ও রমজানে অধিকহারে দান করতেন। এক হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রসুলুল্লাহ (সা.) ছিলেন ‘মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার দানশীলতা আরও বেড়ে যেত।’ Ñসহিহ মুসলিম : ৫০

দানসদকার হকদার যে কাউকেই দান করলে এ মাসে দানের বরকত ও সওয়াব লাভ করা যাবে। তবে রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারের জন্য একটু পানি ছাড়া যাদের কিছুই জোটে না, রাতে সাহরির খাবারে যারা ভালো কিছু খেতে পায় না, যারা কারও সামনে হাতও বাড়াতে পারে না এমন লোকদের গোপনে দান করা অধিক সওয়াবের। নিকটাত্মীয়, পাড়াপড়শি অথবা পরিচিতজন এমন অসহায় ও গরিবকে দান করলে একসঙ্গে দান ও রোজাদারের কষ্ট লাঘবÑ উভয় সওয়াবই পাওয়া যাবে।

আল্লাহতায়ালা সবাইকে সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতার এ মাসে রোজাদারের সহায়তার তাওফিক দান করুন।


  • শিক্ষক ও লেখক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা