× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ০৮:৫৭ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১০:৩৫ এএম

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন ১৪ বছর বয়সি বাংলাদেশি এই কিশোর হাফেজ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে দুবাইয়ের এক্সপো সিটিতে প্রতিযোগিতার আসরে ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি উমর আর তৃতীয় স্থান অর্জন করেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি সালেহ আহমাদ তাকরিমের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। এ সময় উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব।

তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র।

আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২৫ বছরে প্রায় ২ হাজার প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর আগে ২৭ মার্চ দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকদের করা পাঁচটি প্রশ্নের সবকটি সুন্দরভাবে উত্তর দেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম। সেদিন প্রায় ২৫ মিনিট তেলাওয়াত করতে দেখা যায় তাকে।

এ ছাড়া বাংলাদেশের তরুণ এই হাফেজ গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম ও  লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন।

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথমবারের মতো শায়খ শোয়াইব মোহাম্মদ নামে বাংলাদেশি একজন বিচারক এতে বিচারকাজ পরিচালনার সুযোগ পান। তিনি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ‘ইলমুল কেরাত ওয়াত তাজবিদ’ ডিগ্রি অর্জন করেন। তিনি রাজধানীর শ্যামপুরের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা