× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকাত ফান্ডে ২০ কোটি টাকা আদায়ের লক্ষ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২০:৪৭ পিএম

জাকাত ফান্ডে ২০ কোটি টাকা আদায়ের লক্ষ্য

জাকাত ফান্ডে এবার ২০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ কথা বলেন।

তিনি বলেন, ’জাকাত ফান্ডে দেশ থেকে দারিদ্র্য নিরসন সহজ হবে। সেজন্য জাকাত ফান্ডকে শক্তিশালী করতে হবে। গত রমজানে আদায় করা ১০ কোটির পর এ বছর ২০ কোটি টাকা জাকাত আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাকাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলা দিতে বর্তমান সরকার এরই মধ্যে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন’ করেছে। সেরা জাকাতদাতাকে নির্বাচন করে পুরস্কৃত করা হবে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে জাকাত বোর্ড ইতিবাচক ভূমিকা রাখবে।’  

জাকাতের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম সভাপতির বক্তব্যে বলেন, ‘জাকাত ব্যবস্থা সহজ করতে ইসলামিক ফাউন্ডেশনের অনলাইন ব্যবস্থাপনার কাজ চলছে। মাঠপর্যায়ে সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে জাকাত আদায়ের লক্ষ্য পূরণ হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। এ ছাড়া অনুষ্ঠানে জাকাত বোর্ডের সদস্য, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের প্রতিনিধি, ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক, শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং আলেমরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা