× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে রোজায় ভিক্ষা করলে দেড় লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৭:৪৯ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৮:০৬ পিএম

আমিরাতে ভিক্ষারত অবস্থায় কাউকে আটক করা হলে তার তিন মাস জেল ও ৫ হাজার দিরহাম জরিমানা হতে পারে। ছবি : সংগৃহীত

আমিরাতে ভিক্ষারত অবস্থায় কাউকে আটক করা হলে তার তিন মাস জেল ও ৫ হাজার দিরহাম জরিমানা হতে পারে। ছবি : সংগৃহীত

রোজায় ভিক্ষা করলে প্রায় ৫ হাজার দিরহাম জরিমানা এবং তিন মাস জেলের হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকারি কৌঁসুলি এ ঘোষণা দেন। 

শুক্রবার (২৪ মার্চ) আমিরাতের সরকারি কৌঁসুলি বলেন, ’সংবিধান অনুযায়ী আমিরাতে ভিক্ষা করা নিষিদ্ধ। অন্য সময় আইনটি কিছুটা শিথিল থাকলেও রমজানে তা পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা হবে। ভিক্ষারত অবস্থায় কাউকে আটক করা হলে তার তিন মাস জেল ও ৫ হাজার দিরহাম জরিমানা হতে হতে পারে।’ 

৫ হাজার দিরহাম সমান বাংলাদেশি প্রায় দেড় লাখ টাকা। 

কৌঁসুলি আরও বলেন, ’আমিরাতে ভিক্ষাবৃত্তি তো এমনিতেই নিষিদ্ধ। কিন্তু কোনো ভিক্ষুক যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, অর্থকড়ির অভাব না থাকে বা বানানো আঘাত দেখিয়ে ভিক্ষা আদায়ের চেষ্টা করে, তার শাস্তি হবে আরও বেশি।’ 

দেখা গেছে, আমিরাতে ভিক্ষুকদের কিছু চক্র গড়ে উঠেছে। তারা এলাকায় এলাকায় অর্থ দিয়ে ভিক্ষা করার জন্য মানুষ নিয়োগ করে। অর্থাৎ প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে লাভবান হয় তৃতীয় পক্ষ। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রমজান শুরু হওয়ার আগেই গত সপ্তাহে ভিক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন শুরু করেছে দুবাই পুলিশ। কারণ অন্য সময় ভিক্ষাবৃত্তি চললেও রমজানে তা বহুগুণ বেড়ে যায়। 

গত বছরের রমজানে ৩৮২ জন ভিক্ষুক এবং ২২২ জন ভাসমান হকার গ্রেপ্তার করে আমিরাত কর্তৃপক্ষ। 

সূত্র : গালফ নিউজ



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা