× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৪:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন। সৌদি আরবের পর্যবেক্ষণকেন্দ্রগুলো পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছেন।

সৌদি আরবের সর্বোচ্চ আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (২৭ মে) দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন।

এর আগে সোমবার (২৬ মে) সৌদি হজ মন্ত্রী তাওফিক আল-রাবিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক মিলিয়নেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

প্রতিবছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। এই সময়ের মধ্যে হজযাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামাজ আদায় করেন। এ পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত, যেখান থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।বিজ্ঞাপন

চলতি বছর আরাফা দিবস (৯ জিলহজ) — ৫ জুন পালন করা হবে। ৫ জুন আরাফা দিবস পালনের পরের দিন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন। হজযাত্রীরা এ দিন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি, জামারাতে কংকর নিক্ষেপ এবং  হজের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পালন করবেন।

বেশিরভাগ হজযাত্রী হজ পালনের পাশাপাশি মদিনা শহর সফর করেন। মদিনায় ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরীফ অবস্থিত। যদিও হাজিদের জন্য মদিনায় সফর এবং রাসুল (সা.) এর রওজা জিয়ারত হজের আনুষ্ঠানিকতার অংশ নয়। তবে তারা আল্লাহর নৈকট্য ও রাসুল (সা.) এর প্রতি ভালোবাসা নিবেদনের নিদর্শন হিসেবে মদিনায় সফর করেন।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ১৮ লাখ মানুষ হজে অংশগ্রহণ করেন। সে বছর সৌদি আরবে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং প্রচণ্ড গরমে ১,৩০০ জনের বেশি হজযাত্রী মারা যান। বিষয়টি সৌদি আরবে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা ও হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা