× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইলাতুল কদরের রাতে যে আমল করবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১১:১০ এএম

পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ। হাদিস অনুযায়ী, এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আরবি শব্দ লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত। পবিত্র এই রাতকে ভাগ্যের রাতও বলা হয়। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। 

পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আমি এটি (পবিত্র কুরআন) নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত। (সুরা কদর, আয়াত: ১-৫)
পবিত্র রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যেকোনো একটি রাত মূলত শবে কদরের রাত। বিভিন্ন হাদিস ও আলেমদের মতে, রমজানের ২৭ তারিখে শবে কদর, যা মূলত ২৬তম রোজার দিন রাতে। তাই শেষ দশকের বেজোড় রাতগুলোয় বেশি বেশি ইবাদত করা উত্তম।

নবীজিও রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাতে জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (সহিহ বুখারি, হাদিস: ১৮৯৭)

এ ক্ষেত্রে ভাগ্য নির্ধারণী এই রাতে ক্ষমা চেয়ে বিশেষ দোয়া করার কথাও হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আমি বললাম- ইয়া রাসুলাল্লাহ (সা.)! কোন রাতটি লাইলাতুল কদর, এ কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কি দোয়া করব? জবাবে নবীজি বলেন, তুমি বলবে-

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।
অর্থ: হে আল্লাহ! তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাই তুমি ভালোবাস। সুতরাং ক্ষমা করে দাও আমাকে। (মেশকাত, হাদিস: ২০৯১; তিরমিজি, হাদিস: ৩৫১৩)

এছাড়া, গুনাহ মাফের জন্য আন্তরিক তওবা, দরুদ পাঠ ও সাধ্যমতো দান-সদকা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রাতেই মানুষের তাকদির নির্ধারণ করা হয়, তাই প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর রহমত ও মাগফিরাতের জন্য গভীর আন্তরিকতায় ইবাদত করা।

লাইলাতুল কদরের আমলসমূহ সংক্ষেপে

  • কোরআন তিলাওয়াত
  • তাহাজ্জুদ ও নফল নামাজ
  • বেশি বেশি জিকির ও দরুদ পাঠ
  • আন্তরিক তওবা ও ইস্তিগফার
  • দান-সদকা ও গরিব-দুঃখীদের সাহায্য
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা