× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইফতারের সময় দোয়ার ফজিলত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৭:২২ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৭:২৩ পিএম

ইফতারের মুহূর্তটি দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। ছবি : সংগৃহীত

ইফতারের মুহূর্তটি দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। ছবি : সংগৃহীত

রমজান মাস সিয়াম সাধনার মাস। সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করার সময় বিশেষ দোয়া পড়া সুন্নত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজে এই দোয়া পড়ে ইফতার করতেন এবং উম্মতদেরও তা পড়ার পরামর্শ দিয়েছেন।

ইফতারের দোয়া

اللهم لك صمت، وبك آمنت، وعليك توكلت، وعلى رزقك أفطرت

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া বিকা আমান্তু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমারই দেওয়া রিজিকে ইফতার করছি।’

ইফতারের সময় দোয়ার ফজিলত

ইফতারের মুহূর্তটি দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। হাদিসে এসেছে, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে—একটি হলো ইফতারের সময় এবং অন্যটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। হাদিসে বলা হয়েছে ‘তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না—রোজাদারের ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া।’ (তিরমিজি)

অন্য এক হাদিসে এসেছে ‘রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়েও পবিত্র।’ (সহিহ বুখারি ও মুসলিম)

কেন ইফতারের সময় দোয়া করা উচিত?

ইফতার করার মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়। মহান আল্লাহ এ সময় বান্দার দোয়া কবুল করেন। রোজাদার ব্যক্তির ইবাদত ও দোয়ার মধ্যে বিশেষ রহমত থাকে। ইফতারের আগমুহূর্তে যে কোনো দোয়া করলে তা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ইফতারের সুন্নতি পদ্ধতি

১. সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করা সুন্নত।

২. খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম।

৩. ইফতারের সময় দোয়া পড়া এবং আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও মাগফিরাত চাওয়া।

৪. ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করা এবং অতঃপর রাতের অন্যান্য ইবাদতে মনোযোগী হওয়া।

ইফতারের সময় করণীয়

  • দোয়া পড়া ও আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া।
  • অল্প পরিমাণে খাওয়া ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা।

ইফতারের সময় বর্জনীয়

  •  অতিরিক্ত খাওয়া বা অপচয় করা।
  •  টিভি বা মোবাইলের দিকে মনোযোগী হয়ে ইফতারের মাহাত্ম্য ভুলে যাওয়া।

ইফতারের সময় দোয়া পড়া শুধু একটি আমল নয়, এটি রোজার মূল রূহানিয়াত ও বরকতের অংশ। রোজাদারদের উচিত ইফতারের সময় আল্লাহর কাছে নিজেদের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা। এই বিশেষ মুহূর্তের ফজিলত কাজে লাগিয়ে আমরা নিজেদের জীবনে কল্যাণ ও রহমত কামনা করতে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা