বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এটি উদ্বোধন করেন।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষমুক্ত হয়। মানুষ তখন পারস্পরিক বিভেদ ভুলে মানবতার সেবায় এগিয়ে আসে। আর নামাজ মানুষের মনকে শীতল করে। দেশবাসী নামাজ আদায় করলে তারা নরম মনের অধিকারী হবেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দপূর্ণ দেশ। এ দেশের সামগ্রিক উন্নয়নে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। মসজিদ উদ্বোধনের পর সেখানে জোহরের নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।