× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমা

প্রথম পর্বের আখেরি মোনাজাত বুধবার, যানবাহন চলবে

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১ পিএম

মঙ্গলবার ইজতেমা ময়দানে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান। প্রবা ফটো

মঙ্গলবার ইজতেমা ময়দানে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান। প্রবা ফটো

শূরায়ি নিজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়। তবে আখেরি মোনাজাত উপলক্ষে এবার আগের মতো সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)  ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান।

তিনি বলেন, ‘প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানে অবস্থানরত বিদেশি মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতেও কোনো ঝুঁকি নেই। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে।’

ইজতেমা ময়দান ও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা বিধানে সিসিটিভি ও বাইনোকুলার দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৬ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে শূরায়ি নিজাম প্রশাসনের কাছে তুরাগ তীরের ময়দান হস্তান্তর করবে। ৮ তারিখ সাদপন্থিদের ময়দান বুঝিয়ে দেওয়া হবে। আশা করছি, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমার আয়োজন করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা