গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম
ছবি : সংগৃহীত
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটেছে। ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে।
মারা যাওয়া তিন মুসল্লি হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়াবাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আবদুল কুদ্দুস গাজী (৬০), শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল এলাকার মো. আবদুল্লাহর ছেলে ছাবেত আলী (৭০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ইয়াকুব আলী (৬০)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
জানা যায়, শুক্রবার কুদ্দুস গাজী গোসল করতে গেলে ওই অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। বিকালে ছাবেত আলী ৪৬ নম্বর খিত্তায় (নির্ধারিত জায়গা) স্ট্রোক করে মারা যান। সর্বশেষ শুক্রবার রাতে ইয়াকুব আলী ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন।
হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘আমাদের ইজতেমায় এসে (অর্থাৎ আগত মুসল্লি) যারা ইন্তেকাল করেন আমরা কেবল তাদের মৃত্যুর সংখ্যাই কাউন্ট করি। অনেকে বাইরে থেকে মরদেহ নিয়ে ময়দানে আসে জানাজার উদ্দেশ্যে। তা আমাদের ইজতেমার আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যার ভেতরে যুক্ত হবে না।’