গাজীপুর প্রতিবেদক ও টঙ্গী সংবাদদাতা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১০:১২ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:০১ এএম
লাখো মুসল্লির পদচারণে মুখর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দান। প্রবা ফটো
টঙ্গীর তুরাগ তীরে আজ বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশবিদেশ থেকে আসা লাখো মুসল্লির পদচারণে মুখর হয়ে উঠেছে ময়দান।
শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমার প্রথম দিন টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে বৃহত্তর জুমার নামাজের জামাত। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ।
পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ান শেষে সকালে বিভিন্ন খিত্তায় তালিমের আমল হয়। ইমান ও আমলের মাধ্যমে মহান আল্লাহ’র নৈকট্যলাভের জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান দেশবিদেশের মুসুল্লিরা।
শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, তিন ধাপে হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ি নেজামের অধীনে ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমা আয়োজন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি থাকছেন ১০ হাজার স্বেচ্ছাসেবী মুসুল্লি।
উল্লেখ্য, আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনকে ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।