প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১১:১৯ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১১:৫০ এএম
হজরত আবদাহ এবং আসেম ইবন আবু নুজুদ কর্তৃক বর্ণিত। তারা উভয়ে জির ইবন হুবাইশকে বলতে শুনেছেন, আমি উবাই ইবন কাবকে (রা.) জিজ্ঞেস করলাম, আপনার ভাই আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) বলেন, যে ব্যক্তি সমস্ত বছর প্রতি রাতে জাগ্রত থাকতে পারবে কেবল সে-ই লাইলাতুল কদর পাবে। এরপর উবাই (রা.) বললেন, আল্লাহ তাকে রহম করুন। এ কথা নিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন, মানুষ যেন এর ওপর ভরসা করে নিশ্চেষ্ট না থাকে। অন্যথায় তিনি অবশ্যই জানেন যে তা রমজান মাসে রমজানের শেষের ১০ রাতে অর্থাৎ সাতাশের রাতে। তিনি (উবাই) ছয়ভাবে কসম করে বললেন, কদর নিশ্চয়ই সাতাশের রাতে। তখন আমি (জির) বললাম, হে আবু মুনজির! আপনি এ কথা কোন সূত্রে বলছেন? উত্তরে তিনি বললেন, রাসুল (সা.) আমাদের যে আলামত বা নিদর্শন বলেছেন সেই সূত্রে। আর তা হলো যে রাতে কদর অনুষ্ঠিত হয় তারপর সকালে যে সূর্য ওঠে তার কিরণ থাকে না।
হাদিস ২৬৫৩
Ñসহিহ মুসলিম শরিফ থেকে