প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৩ পিএম
হজরত আবু হুরায়রা (রা.) কর্তৃক বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাতের (সঙ্গমজনিত) গোসল করল, এরপর দিনের প্রথম ভাগে মসজিদে আগমন করল সে যেন একটি উট কোরবানি করল। এরপর যে ব্যক্তি আগমন করল সে যেন একটি গরু কোরবানি করল; এরপর যে ব্যক্তি আগমন করল সে যেন একটি ভেড়া কোরবানি করল, এরপর যে ব্যক্তি আগমন করল সে যেন একটি মুরগি কোরবানি করল, এরপর যে ব্যক্তি আগমন করল সে যেন একটি ডিম কোরবানি করল। এরপর ইমাম যখন খুতবা দিতে বের হয় তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য হাজির হয়।
হাদিস ১৮৩৬
-সহিহ মুসলিম শরিফ থেকে