× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক প্রতিরোধ কমিটি

নারী খেলোয়াড়দের ওপর হামলার ঘটনায় রাজধানীতে মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২০:২০ পিএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটি মানববন্ধন করেছে। প্রবা ফটো

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটি মানববন্ধন করেছে। প্রবা ফটো

খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। সোমবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে নারী খেলোয়াড়দের ওপর সংঘটিত হামলার ঘটনায় অপরাধীদের বিচার নিশ্চিত হলে আজ একই ঘটনার পুনরাবৃত্তি হতো না।

মানববন্ধনে বক্তব্য দেন, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি দিলীপ সরকার, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর মহুয়া লেয়া, অ্যাকশন-এইডের নুরুন্নাহার, নারীমুক্তি সংসদের শিউলি সিকদার, নারী ঐক্য পরিষদের শাহানা ফেরদৌস লাকি, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কর্মজীবী নারীর জোবাইদা উর্মি ও ঢাকা ওয়াইডব্লিউসির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।

মানববন্ধনে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নারীকে তার লিঙ্গীয় পরিচয়ের কারণে বারবার নির্যাতন, হয়রানি ও অবমাননার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। তারপরেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারী-পুরুষের কাজে, চলাচলে, জীবনযাপনে কোনো বিভাজন নেই। নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে হলে পরিবর্তনের ধীরগতি দূর করতে হবে, বিচারব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ও বিচারপ্রক্রিয়ার গতি ত্বরান্বিত করতে হবে; যাতে সহিংসতার শিকার নারীরা দ্রুত বিচার পেতে পারে। শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে। ধর্ম, পোশাক ও কাজের নামে নারী বিদ্বেষী মনোভাব পোষণকারীদের কঠোরভাবে দমন করতে হবে। নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শিগগিরই শাস্তির আওতায় আনতে হবে, যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

কর্মজীবী নারী জোবাইদা উর্মি বলেন, ‘অগ্রযাত্রার পথে অবদান রাখা নারীর প্রতি একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে সমাজের নারী বিদ্বেষী মনোভাবের কারণে। নারী বিদ্বেষী মনোভাবকে এখন কেবল পুরুষতান্ত্রিক মনোভাব বলে আর চালিয়ে দেওয়া যাবে না।’

মহুয়া লেয়া বলেন, ‘নারীবান্ধব, খেলাধুলাবান্ধব ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও নারীদের খেলাধুলার জন্য অপদস্থ করার ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’ 

এ সময় মানববন্ধনে নারী খেলোয়াড়দের প্রতি হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে বাধা সৃষ্টিকারী মৌলবাদী ও নারী বিদ্বেষী শক্তিকে প্রতিহত ও প্রতিরোধ করতে ও প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা