× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্যারিস প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১০:৪৪ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১২:৫৩ পিএম

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সৃষ্টির সূচনায় নারী, সৃষ্টির বিকাশেও নারী। মহৎ এ শক্তিকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) বিকালে সলিডারিটিতে আজি ফ্রান্সের (সাফ) উদ্যোগে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন একটি মিলনায়তনে ‘নারী কথা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি নারীদের সফলতার গল্প, কুইজ প্রতিযোগিতা, শিশুদের খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন প্যারিসের খ্যাতনামা সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তী ও অসমাপ্ত ব্যান্ড দল।

সাফ সদস্য রুমন আহমদ ও তাসনিয়া আনজুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তাওহিদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফরাসি প্রশাসনিক ক্যাডার দিয়ান আশরাফুল, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী সাবিনা মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, মনোবিজ্ঞানী নুপুর হক, এমএ আইটি ও রিমাস বিউটি অ্যান্ড নেইল বারের স্বত্বাধিকারী তুহিনা আক্তার, প্রশিক্ষক ও দোভাষী নাজনীন নীলা, লেখক মেরি হাওলাদার, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী আকাশ হেলাল ও সাফের প্রেসিডেন্ট প্রফেসর নয়ন এনকে।

সভায় বক্তারা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই সব দ্বিধা ও জড়তাকে কাটিয়ে নারীকে কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে হবে; তবেই দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা