× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে ভাষাশিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’র যাত্রা শুরু

প্যারিস (ফ্রান্স) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৯:৪৪ পিএম

প্যারিসে ভাষাশিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’র যাত্রা শুরু

নিজস্ব ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি ভাষাশিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’র উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে প্যারিসের গার্দোনর্দে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও হাসান আহমদের পরিচালনায় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন রায়হান উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সমাজকর্মী এলান খান চৌধুরী, সজিব দৃষ্টি, আজহার উদ্দিন, ছায়েম আহমদ, হারুনুর রশিদ, রুমান দেওয়ান,আব্দুস সালাম, তোফায়েল শিপু, সাদিক আহমদ, রাজু আহমদ রাজ, মিছবাহ উদ্দিন, রায়হান, শাকিল আহমদ শাহপরান, রাহাত আহমদ, হামিদুর রহমান প্রমুখ।

উবায়দুল্লাহ কয়েছ বলেন, ‘‘ফ্রান্সে ক্রমাগত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। তবে সে অনুযায়ী ভাষাশিক্ষা প্রতিষ্ঠান তেমন গড়ে উঠছে না, বিশেষ করে, মানসম্পন্ন ভাষাশিক্ষা প্রতিষ্ঠান। এক্ষেত্রে ‘পাঠশালা’ প্রতিষ্ঠান থেকে মানের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’’ 

তিনি আরও বলেন, ‘ফ্রান্সে নিয়মিত হওয়া থেকে শুরু করে জাতীয়তা অর্জন সবক্ষেত্রেই এখন ফরাসি ভাষা পড়া ও লেখার বাধ্যতামূলক আইন জারি করা হচ্ছে। ভাষাশিক্ষার এই প্রয়োজনীয়তা পূরণের স্বপ্ন নিয়ে ‘পাঠশালা’ যাত্রা করেছে। সকল নিয়মনীতি অনুসরণ করে, দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হবে।’

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুজিবুর রহমান। বিশেষ করে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, প্রধান শিক্ষক ও সমন্বয়ক ইউনিভার্সিটি প্যারিস ১২-এর ছাত্র আহমেদ শামীমের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা