× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সেন্টার লন্ডনের ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ২০:৫৮ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ২২:১০ পিএম

বাংলাদেশ সেন্টার লন্ডনের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রীজ গার্ডেনে সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বাংলাদেশ সেন্টার লন্ডনের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রীজ গার্ডেনে সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বাংলাদেশ সেন্টার লন্ডন’র নবনির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেন্টার লন্ডনের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রীজ গার্ডেনে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন তফজ্জুল মিয়া। সভায় উপস্থিত ছিলেন- গুলনাহার খান, মো. মামুন রশীদ, শিব্বীর আহমদ, মাহবুব আহমদ রাজু, মো. সাদ চৌধুরী, আলী আহমেদ বেবুল, সাহেদ আহমদ, জাহিদুর রহমান, আমিনুল হক জিলু, আব্দুল হান্নান, মো. ময়নুল হক, মোহাম্মদ সোহেল, এনায়েত খান, ফখরুল আম্বিয়া, আনোয়ার আলী ও শামীম আহমেদ।

সভায় ম্যানেজমেন্ট কমিটির নির্বাচিত সদস্যদের মধ্যে বিভিন্ন পদ বন্টন করা হয়। তারা হলেন- চেয়ারম্যান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম (পদাধিকার বলে), ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া, গুলনাহার খান, মো. মামুন রশীদ, আনোয়ার আলী, এনায়েত খান, জাহিদুর রহমান ও সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, আলী আহমেদ বেবুল ও আমিনুল হক জিলু, চিফ ট্রেজারার শিব্বীর আহমদ, যুগ্ম ট্রেজারার মো. সাদ চৌধুরী ও মোহাম্মদ সোহেল।

ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন পদ বন্টন ও নির্বাহী কমিটিসহ সেন্টারের কার্যক্রম পরিচালনার জন্য ১২টি উপকমিটি গঠন করা হয়েছে।

সাত সদস্যের নির্বাহী কমিটির সদস্যরা হলেন- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, তফজ্জুল মিয়া, গুলনাহার খান, মো. মামুন রশীদ, মো. দেলোয়ার হোসেন, মাহবুব আহমদ রাজু ও শিব্বীর আহমদ।

বিল্ডিং এডমিনিস্ট্রেশন উপকমিটির আহ্বায়ক মাহবুব আহমদ রাজু, যুগ্ম আহ্বায়ক তফজ্জুল মিয়া, মামুন রশীদ, শিব্বীর আহমদ। মেম্বারশীপ উপকমিটির আহ্বায়ক শামীম আহমদ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া ও তফজ্জুল মিয়া। 

শিক্ষা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক একে শাহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান ও এনায়েত খান।

মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উপকমিটির আহ্বায়ক আলী আহমেদ বেবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ছোটন ও মাহবুব আহমদ রাজু।

ফাইনান্স অ্যান্ড ফান্ড রাইজিং উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ ময়নুল হক, যুগ্ম আহ্বায়ক শিব্বীর আহমদ ও মোহাম্মদ ফাইজুল হক। 

সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক ফখরুল আম্বিয়া, যুগ্ম আহ্বায়ক একেএম আব্দুল্লাহ, সাদ চৌধুরী ও আব্দুল হান্নান।

যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ রাজু ও মোহাম্মদ ময়নুল হক।

হেলথ কেয়ার অ্যান্ড এল্ডারলি উপকমিটির আহ্বায়ক মামুন রশীদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসবাহ উদ্দিন ও কবির উদ্দিন।

আইসিটি উপকমিটির আহ্বায়ক শামীম আহমদ (স্থায়ী সদস্য), যুগ্ম আহ্বায়ক ফখরুল আম্বিয়া ও আলী আহমেদ বেবুল।

হেরিটেজ উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর খান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মনোজ্জির আলী ও আনোয়ার আলী।

মহিলা বিষয়ক উপকমিটির আহ্বায়ক গুলনাহার খান, যুগ্ম আহ্বায়ক নাসিম আহমদ। 

ইনফরমেশন অ্যান্ড এডভাইস উপকমিটির আহ্বায়ক আব্দুল হাফিজ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ চৌধুরী।

এছাড়া সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এ মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ ছাড়াআগামী ১৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ সেন্টারের ভবনে মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সেন্টার লন্ডনের ৩৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ মোস্তফা মিয়া, কবির উদ্দিন, মনজ্জির আলী, মোহাম্মদ মুহিবুর রহমান মুহিব, একেএম আব্দুল্লাহ, জবরুল ইসলাম, নাসিম আহমেদ, আব্দুল হাফিজ, এ কে শহিদুর রহমান, মোহাম্মদ ফয়জুল হক, হাবিবুর রহমান, দুলাল উদ্দিন রায়হান, জাহাঙ্গীর খান, মোহাম্মদ ইসবাহ উদ্দিন,  আব্দুল কালাম আজাদ ছুটন, মোহাম্মদ শামীম আহমদ, তফজ্জুল মিয়া, গুলনাহার খান, মামুন রশীদ, দেলোয়ার হোসেন, মাহবুব আহমেদ, আলী আহমেদ বেবুল, শাহেদ আহমেদ, এনায়েত খান, জাহিদুর রহমান, শিব্বির আহমেদ, আমিনুল হক জিলু, আব্দুল হান্নান, আনোয়ার আলী, মো. ময়নুল হক, মো. সাদ চৌধুরী, মোহাম্মদ সুহেল, ফখরুল আম্বিয়া ও শামীম আহমেদ।

গত ২৬ নভেম্বর পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে বাংলাদেশ সেন্টারের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশ সেন্টারের প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মাত্র এক ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয় রেড এলায়েন্স। বাংলাদেশ সেন্টারের ‘কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির’ ৩৫টি পদের মধ্যে ১৮ টিতে জিতেছে রেড এলায়েন্সের প্রার্থীরা। আর প্রতিদ্বন্দ্বী গ্রিন এলায়েন্সের প্রার্থীরা জিতেছে ১৭টি পদে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা