× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে ফুড ডেলিভারি কর্মীদের ধর্মঘট, বাংলাদেশি প্রবাসীদের সংহতি

শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স)

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ০০:৩০ এএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১১:১৬ এএম

প্যারিসের একটি অভিজাত হলরুমে সিজিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

প্যারিসের একটি অভিজাত হলরুমে সিজিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ফ্রান্সে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত কর্মীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সিজিটিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আসছে ২ ও ৩ ডিসেম্বর ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৈষম্যমূলকভাবে কাজের মজুরির হার কমানো, প্রত্যাহারপূর্বক কাজের মজুরির হার বাড়ানো, অপেক্ষাকৃত সময়ের টাকা পরিশোধ করা, উবারের যেসব অ্যাকাউন্ট ব্লক আছে তা খুলে দেওয়া, দ্রুত মজুরি পরিশোধসহ ডেলিভারি ও উবারের কাজের সঙ্গে সম্পৃক্তদের আয়ের ওপর অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহারের দাবিকে প্রাধান্য দিয়ে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধর্মঘট উপলক্ষে আয়োজিত কর্মবিরতির প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি উবার-ডেলিভারি, স্টুয়ার্ট ও ফান্টার প্ল্যাটফর্মে কর্মরত কর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) বিকালে প্যারিসের একটি অভিজাত হলরুমে সিজিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধর্মঘট আহ্বান করায় মতবিনিময় সভায় উপস্থিত বাংলাদেশিরা সিজিটিকে ধন্যবাদ জানিয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন ও সফলের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিজিটির কর্মকর্তা লুডো রিও, ভেলিভারি বিভাগের কর্মকর্তা মেহদি এল মান্দিলি। বাংলাদেশিদের পক্ষে উপস্থিত ছিলেন আন্দোলনের সমন্বয়ক আইছা প্রধান উবায়দুল্লাহ কয়েছ।

এ ছাড়া ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিসহ ফুড ডেলিভারি কাজে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা