× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ২০:৪২ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২০:৫৬ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যরা। সংগৃহীত ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যরা। সংগৃহীত ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু তাদের বাবার সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছিল।

নিহতরা হলো- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৌদিপ্রবাসী রহমত উল্যাহ হেলালের আট বছর বয়সি মেয়ে ইফরা ও দুই বছর বয়সি মেয়ে হাফছা।

চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলা উদ্দিন জানান, রহমত উল্যাহ হেলাল প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে থাকেন। তার স্ত্রীসহ তিন কন্যাও সেখানে থাকেন। সোমবার বিকালে স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি প্রাইভেট কারে করে রওনা করেন। পথে একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারের পেছনে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজনই আহত হয়। এর মধ্যে গুরুতর আহত হয় ইফরা ও হাফছা। তাৎক্ষণিক তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. বাহার উদ্দিন নামের একজন সৌদিপ্রবাসী বলেন, ’হেলাল ভাই সৌদিতে একটা সুপারশপে চাকরি করতেন। তিনি ২০ বছরের অধিক সময় ধরে সৌদিতে থাকেন। বিয়ে করার পর বউকে তিনি সৌদিতে নিয়ে আসেন। তার বড় মেয়ের নাম ইমতেহা। তার মৃত্যুতে সৌদিপ্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’ 

চেয়ারম্যান মো. হানিফ সবুজ বলেন, ’একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা নেই। মা রৌশনারা বেগম দেশে থাকেন। কিছু দিনের মধ্যে তারও সৌদি যাওয়ার কথা রয়েছে। দুই নাতনির মৃত্যুর খবরে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা