× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে বাংলাদেশিদের উদ্যোগে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন

প্যারিস (ফ্রান্স) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে প্যারিসে বাংলাদেশি সামাজিক সংগঠন সলিডারিতে আঁজি ফ্রান্স (সাফ) এর উদ্যোগে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন করা হয়েছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারিস শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। 

আয়োজিত কর্মসূচিতে প্যারিস-১৮ পৌরসভার ডেপুটি মেয়র, কাউন্সিলর, সাফের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা, সাফের সদস্য ও সেচ্ছাসেবীসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক অভিবাসী অংশগ্রহণ করেন।

পরে দুপুর ১টায় প্যারিস-১৮ পৌরসভার জুলস জোফরিন এলাকায় সমবেত সবাইকে নিয়ে আলোচনা সভা ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়। এ সময় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে স্বীকৃতি হিসেবে সম্মাননা সনদ প্রদান করা হয়।

সভার সমাপনী বক্তব্যে সাফের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়ন এনকে বলেন, ‘সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। তাই শহরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদেরকে প্রতিনিয়ত সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা ফ্রান্সে বসবাস করি; এখানকার আলো-বাতাসে আমাদের নতুন প্রজন্মরা বেড়ে ওঠছে। অতএব এদেশের প্রতি আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিদিন না পারলেও মাঝেমধ্যে বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক কল্যাণমূলক কর্মসূচিতে আমাদের অংশ নেয়া উচিত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা