× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসে এক বছরে ১৫ দেশে স্মার্টকার্ড দেওয়ার পরিকল্পনা

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৭:৫৪ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৮:৪৬ পিএম

আবুধাবি দূতাবাসে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান স্মার্টকার্ড তুলে দেওয়ার সময়। প্রবা ফটো

আবুধাবি দূতাবাসে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান স্মার্টকার্ড তুলে দেওয়ার সময়। প্রবা ফটো

প্রবাসী বাংলাদেশিদের নতুন জাতীয় পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় আবুধাবি দূতাবাসে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) আটজন প্রবাসীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

আহসান হাবিব খান বলেন, ‘আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাই বাংলাদেশ কনস্যুলেটে আরও ১০০ প্রবাসীর হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে। এক বছরের মধ্যে অন্তত ১৫টি দেশে এনআইডির কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আমিরাতে এনআইডির কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রবাসীদের অনুরোধে ২০১৮ সাল থেকে বিদেশে জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়। করোনা মহামারির কারণে এই কার্যক্রম পিছিয়ে গেছে। তবে আমিরাতের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় দেশটিতে থাকা প্রবাসীদের জন্য এই কার্যক্রম হাতে নেওয়া সম্ভব হলো।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে বিশ্বের ৪০টি দেশে এনআইডি কার্যক্রম পরিচালনা করা। বিদেশে বসেই আবেদনের এক মাসের মধ্যেই প্রবাসীরা পাবেন নতুন স্মার্টকার্ড।’ 

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর জানান, আবেদন গ্রহণের শুরু থেকে এ পর্যন্ত আবুধাবি দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটে প্রায় ১ হাজার প্রবাসী স্মার্টকার্ডের আবেদন করেছেন। এরমধ্যে ১৫০টি বিতরণের জন্য প্রস্তুত রয়েছে। অল্প সময়ের মধ্যে এনআইডি পাওয়ায় প্রবাসীরাও স্বস্তি প্রকাশ করছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘সরকারি অর্থ সাশ্রয় করতে স্থানীয় লোকবল দিয়ে বিদেশের মাটিতে এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব। যে কারণে বাংলাদেশ মিশন অস্থায়ীভাবে লোকবল নিয়োগ দিয়ে এই কার্যক্রম এগিয়ে নিচ্ছে।’    

এর আগে নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সহ দূতাবাসে এনআইডির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা