× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে গান-কবিতা, আড্ডায় নজরুলজয়ন্তী উদযাপন

প্যারিস (ফ্রান্স) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৯:৩০ পিএম

প্যারিসে গান-কবিতা, আড্ডায় নজরুলজয়ন্তী উদযাপন

প্যারিসে গান-কবিতা ও আড্ডায় দ্রোহ, প্রেম ও চেতনার কবি কাজী নজরুল ইসলাম ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। 

বুধবার (৩১ মে) প্যারিসের Porte de la Villette পার্কের সাবমেরিন সংলগ্ন মুক্তাঙ্গণে ‘নজরুল কবিতায় আড্ডা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতিজন রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় নজরুল সাহিত্য বিষয়ক মুখ্য আলোচক ছিলেন সাংস্কৃতিক সংগঠক সাখাওয়াত হোসেন হাওলাদার। 

অনুষ্ঠানে অংশ নেন, ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কবি, ছড়াকার, লেখক, প্রাবন্ধিক, আবৃত্তিকার,

সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীরা।

অনুষ্ঠানের শুরুতেই কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্য আলোচক। নজরুল সাহিত্যকে কীভাবে ধারণ ও উপলব্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোকপাত ও মতবিনিময় করেন।

মনোমুগ্ধকর আড্ডায় আবৃত্তি শিল্পী মুহাম্মদ গোলাম মোর্শেদ কবি নজরুলের শেষ ভাষণটি পাঠ করেন। এছাড়া আবৃত্তি পর্বে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, গীতি কবি ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, কবি, ছড়াকার ও লেখক লোকমান আহাম্মদ আপন, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম, কবি মেরী হাওলাদার, চারণ সদস্য জুয়েল দাশ রায় লেনিন, ইয়াসমিন আক্তার মিলি ও খালেদুর রহমান সাগর।

নজরুল সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিককর্মী ও দৈনিক আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক ও সাহিত্যকর্মী শাহ সুহেল আহমদ, বাদল পাল ও শাবুল আহমেদ প্রমুখ।

আলোচকরা বলেন, নিজের সৃজনশীলতায় বাঙালিকে বিশ্ব মর্যাদার আসনে উন্নীত করেছেন কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িক চেতনার এই কবির সৃজনশীল সাহিত্যকর্ম ফরাসি ভাষায় অনুবাদের মাধ্যমে চর্চার সুযোগ বাড়াতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা