প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৩:১৪ পিএম
সৌদি পুলিশ। ছবি : সংগৃহীত
দুর্নীতি সংক্রান্ত এক ফৌজদারি মামলায় সৌদি আরবে আটক হয়েছেন
বাংলাদেশিসহ বেশ কয়েকজন।
দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) শনিবার (৪ মার্চ)
দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছেন আশরাফ উদ্দিন আখনাদ,
আলমগীর হোসেন খান, শফিক শাহজাহান, মোহাম্মদ নাসের উদ্দিন নুর, মোহাম্মদ রফিক, মুসলিম
উদ্দিন ও আল আমিন খান।
সৌদি কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে মোহাম্মদ নাসের উদ্দিন নুরের
একটি রিক্রুটিং এজেন্সি আছে বাংলাদেশে। এ ছাড়া আল আমিন খান দেশটিতে ভিজিট ভিসায় রয়েছেন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন সৌদি নাগরিককে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ভিসা
ও সৌদি আরবের বাইরে অবৈধ উপায়ে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, অভিযুক্তরা এরই মধ্যে বাংলাদেশে সৌদি
দূতাবাসের অসাধু কর্মীদের সঙ্গে যোগসাজশে ভিসা বাণিজ্যে জড়িত থাকার বিষয়টি স্বীকার
করেছেন।
কর্তৃপক্ষ বলেছে যে প্রাথমিক তদন্তের পর আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশে সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান ও সাবেক উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদি আল-শামারি এবং দূতাবাসের কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।
সূত্র : আরব নিউজ