× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণার বিল পুনঃউপস্থাপন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৯ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম

ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি: সংগৃহীত

ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পুনঃউপস্থাপন করেছেন দেশটির কংগ্রেসওম্যান গ্রেস মেং। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিলটি পুনঃউপস্থাপন করেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান। গ্রেস মেং নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন করে ২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করে একটি কংগ্রেসনাল রেজোলিউশন (উপদেষ্টা পরিষদ) গঠনের জন্য তিনি প্রতিনিধি পরিষদকে আহ্বান জানান। এতে যুক্তরাষ্ট্রের জনগণকে যথাযথ অনুষ্ঠান ও কার্যক্রমের সঙ্গে প্রতিবছর দিবসটি পালনে সকলকে উৎসাহিত করবে বলে উল্লেখ করা হয়।

কংগ্রেসওম্যান মেং বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষাবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) দ্বারা ১৯৯৯ সালের নভেম্বরে প্রথম স্বীকৃত হয়। পূর্ব পাকিস্তানে বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাবে বিক্ষোভ হয়। এতে পুলিশের গুলিতে জীবন যায় অনেকের। সেই থেকে ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারি দিনটি বিশেষভাবে পালন করা হয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ ও বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য অনেক অর্থবহ। ২১ ফেব্রুয়ারির গুরুত্বের ওপর আলোকপাত করার জন্য এই রেজোলিউশনটি পুনঃপ্রবর্তন করতে পেরে গর্বিত। আমি আবারও প্রতিনিধি পরিষদের মাধ্যমে এটিকে পালন করার জন্য উন্মুখ। এই ধরনের প্রাণবন্ত বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়। নিউ ইয়র্কের কুইন্সসহ সারা বিশ্বে যারা ২১ ফেব্রুয়ারি পালন করছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা