× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে মীরসরাই সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইএইউ প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৩ পিএম

আমিরাতে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কেক কাটেন চট্টগ্রামের মীরসরাই সমিতি। প্রবা ফটো

আমিরাতে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কেক কাটেন চট্টগ্রামের মীরসরাই সমিতি। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে চট্টগ্রামের মীরসরাই সমিতি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও মেজবানের আয়োজন করা হয়।

মীরসরাই সমিতির সভাপতি এম এ তাহের ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন এসবিজি ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব উর রহমান রুহেল। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী। 

প্রধান অতিথি মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলের কারণে মীরসরাইয়ে আগামী ১০ বছরের মধ্যে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে এখানকার বাসিন্দা ৫ লাখের মতো। অন্যরা দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে আসবেন। এর পরিপ্রেক্ষিতে মীরসরাই হবে একটি সুপরিকল্পিত নগরী। বলা যায়, ঢাকা ও চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তর শহর হবে মীরসরাই।’

করোনা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘করোনা-পরবর্তী সময় প্রায় সব দেশই চাপে পড়েছে। যে কারণে সবার আগে খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কৃষিজমি অনাবাদি রাখা যাবে না।’

সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সমিতির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জিয়া উদ্দিন, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল, বাংলাদেশ প্রেস ক্লাব আমিরাতের সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশটির দুবাই, আবুধাবি, আল আইন, শারজাহ, আজমান, রাস আল খাইমাহসহ বিভিন্ন প্রদেশ থেকে প্রায় দেড় হাজার মীরসরাই প্রবাসী অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা