× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা বইমেলা শুরু ৩০ জানুয়ারি

কলকাতা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম

কলকাতা বইমেলা শুরু ৩০ জানুয়ারি

কলকাতার সল্টলেকে আগামী ৩০ জানুয়ারি শুরু হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেলা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তারা জানায়, বইমেলায় ৯০০টি স্টল থাকবে। এর মধ্যে শুধু লিটল ম্যাগাজিনের জন্য প্রায় ২০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন সূত্র জানায়, বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দেবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা। বাংলাদেশের বঙ্গভবনের আদলে তৈরি হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এর আয়তন সাড়ে তিন হাজার বর্গফুট।

মেলায় বাংলাদেশ দিবস পালিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। ওইদিন বাংলাদেশ থেকে যোগ দেবেন দেশটির প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের খ্যাতিমান শিল্পীরা।

বাংলাদেশের অন্যতম প্রকাশনা সংস্থা বাতিঘর-এর স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সদ্য অনুষ্ঠিত হলো বাংলাদেশ বইমেলা, যেখানে আমরা পাঠকদের যথেষ্ট সাড়া পাই এবং আমি মনে করি গতবার কলকাতা বইমেলাতে কলকাতার মানুষ যেভাবে এই প্রকাশনীকে আপন করে নিয়েছিল, এবারও তেমনটি হবে।’

কলকাতার উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি মনে করি বাংলা বইয়ের চাহিদা এখন কেবল গল্প বা উপন্যাসের মধ্যে সীমিত নেই, গবেষণার ক্ষেত্রেও এর মানসম্পন্ন চাহিদা রয়েছে কলকাতার পাঠকদের কাছে। তাই এবারও কলকাতা বইমেলা যথেষ্ট সাড়া ফেলবে।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, বইমেলায় সারা দেশ থেকেই বইপ্রেমীরা আসেন। দুর্গাপূজার পর অন্যতম বড় উৎসব কলকাতার এই বইমেলা।

করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের বইমেলা বাতিল করা হয়েছিল। এরপর ২০২২ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এসেছিলেন প্রায় ২২ লাখ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল ২৩ কোটি টাকা। যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল।

প্রকাশকরা বলছেন, এই বইমেলায় বইপ্রেমীদের সংখ্যা আগের সব রেকর্ডকে ভেঙে ফেলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা