× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালিতে বাংলাদেশ কনস্যুলেটে আলোকচিত্র প্রদর্শনী

ইতালি প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৪:২১ পিএম

ইতালির মিলানে বাংলাদেশ দূতাবাসের সদস্যরা । প্রবা ফটো

ইতালির মিলানে বাংলাদেশ দূতাবাসের সদস্যরা । প্রবা ফটো

বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সেলেব্রিটিং কালার্স অফ বাংলাদেশ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। দেশটির মিলান শহরে এ প্রদর্শনীতে বাংলাদেশের ৬৪টি জেলার প্রায় ৭০টি আলোকচিত্র স্থান পেয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) প্রদর্শনীর উদ্বোধন করেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। প্রদর্শনী চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

প্রদর্শনীর প্রথম দিন রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, ‘বিদেশিরা আমাদের দেশ ভ্রমণের অনেক কারণ আছে । আমাদের দেশে সব বৈচিত্র্য অভিজ্ঞতার অফুরন্ত সম্ভাবনা থাকে।’

তিনি বলেন, ‘ভাব প্রকাশের এক শক্তিশালী মাধ্যম আলোকচিত্র। এর মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব।’ 

কনস্যুল জেনারেল এমজেএইচ জাবেদ বলেন, ‘দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ করেছেন। দেশের উন্নয়নের চিত্র বিদেশি সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।’

পেরুর কনস্যুল জেনারেল অগাস্ট সালামানচে বলেন, ‘এই প্রদর্শনী ইতালীয় এবং অন্যান্য বিদেশিদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ তৈরি করবে।’

তিনি বলেন, ‘যদিও বাংলাদেশে ভ্রমণের সুযোগ কখনও হয়নি। প্রদর্শনীতে অংশ নিয়ে দেশটি সম্পর্কে ধারণা পেয়েছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনস্যুলার কর্পসের সদস্য, স্থানীয় সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি ও সংস্কৃতিক কর্মী, বাংলাদেশি ফটোগ্রাফার মুস্তাফিজ মামুন এবং বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা