প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ১৮:৫৫ পিএম
ইরান-ইসরায়েলের ভয়াবহ যুদ্ধের মধ্যে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ বাংলাদেশিদের তেহরানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এ তথ্য জানিয়ে মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে, ইরান ছেড়ে (বিমানপথে) যাওয়ার কোনো উপায় নেই। আমরা তাদের (বাংলাদেশিদের) নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশনা দিয়েছি।’
মিশনের কাছে থাকা তহবিল দিয়ে তাদের স্থানান্তর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি।
ইরানে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে ৪০০ জনের মতো তেহরানে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন, যারা তেহরানে আছে। তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছে। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন, তাদের জন্য এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে।’
তিনি বলেন, তেহরানে থাকা বাংলাদেশিদের মধ্যে ১০০ জন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করে নিরাপদ স্থানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।এই ১০০ জনের সঙ্গে দূতাবাসের ৪০ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
সিদ্দিক বলেন, প্রত্যাবাসন ও স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক সম্পৃক্ততা রয়েছে এবং ইরানের অভ্যন্তরীণ ব্যবস্থায় আর্থিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। এই কারণেই প্রত্যাবাসন ও স্থানান্তরে কিছুটা বিলম্ব হচ্ছে।
তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যেই তার বাসস্থান ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে চলে গেছেন।
সিদ্দিক বলেন, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং আবাসনের খরচ তাদের সরকার বহন করবে। এছাড়া যদি কেউ স্থলপথে ইরান ছাড়তে চায় সেক্ষেত্রে তাদের পাকিস্তান বা তুরস্ক হয়ে বাইরে পাঠানো যাবে কিনা তা তারা খতিয়ে দেখবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা সকল উপায় অনুসন্ধান করছি।’
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে জরুরি যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি হটলাইন স্থাপন করা হয়েছে।
ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাদের স্বজনরা জরুরি প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে বলা হয়।
বাংলাদেশ দূতাবাস; তেহরান- হটলাইন:
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮
+৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়; ঢাকা- হটলাইন:
+৮৮০১৭১২০১২৮৪৭