× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলাদেশিদের বর্ষবরণ উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ১৭:৪১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫ ১৭:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলাদেশিদের বর্ষবরণ উদযাপন

গল্প, আড্ডা, গানের বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিরা। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএ-সিএসইউ) এই আয়োজনে অংশ নেন গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিএসইউ এর ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএসএ সিএসইউর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফাত্তাহ তুষার ও সাধারণ সম্পাদক রাকিবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ফাহিম হাসান। এসময় বিএসএ-সিএসইউ উপদেষ্টা মো. সাফায়েত আরেফিন, এস এম জামিল উদ্দিন, মিফতাহ আহমেদ, জুবায়ের চৌধুরী, ইয়াসমিন আক্তার টুকুন, ময়ূখ রয়, তায়িব আহমেদ, আজমল হোসেইন, ফারজানা খানসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় বিএসএ-সিএইইউর নব গঠিত কমিটির পরিচয় পর্ব। মধ্যাহ্নভোজে ছিল বাংলাদেশের জনপ্রিয় রকমারি ভর্তা, মাছ, তরকারি, জিলাপি, পায়েসসহ বাহারি স্বাদের খাবারের আয়োজন। বিকালে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি থেকে শুরু করে গান; বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। বড়দের পাশাপাশি শিশুদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো। উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারসহ বাংলাদেশের জনপ্রিয় সব খেলাধুলা। এসব খেলায় শিশু-কিশোরদের পাশাপাশি অংশ নেন নারী-পুরুষ সকলেই। গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও এই আয়োজনে যুক্ত ছিলেন কলোরাডো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত বাঙ্গালীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা