× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৪৫ বাংলাদেশিসহ ৬৮ বিদেশিকে আটক করেছে। আটকদের মধ্যে ১৬ জন পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় সময়ে এই ঘটনা ঘটে।

একেপিএস-এর বিবৃতিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা বিশেষ কারও জন্য অপেক্ষা করছিলেন।

পরে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪৫ বাংলাদেশিসহ সবাইকে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি না দিয়ে ‘নোটিশ টু লিভ’ (এনটিএল) প্রদান করা হয়, অর্থাৎ তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

একেপিএস জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএর নজরদারি দল ২,৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় বিদেশিদের ফেরত পাঠানো হবে। সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা