× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে বিজয় উৎসবে জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে

শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স)

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৮ পিএম

প্যারিসে বিজয় উৎসবে জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষে সমবেত কণ্ঠে বিজয়ের গান, দেশাত্ববোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ‘জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‘আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’ স্লোগান নিয়ে বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্সের উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে প্যারিসের মেরি দি ক্লিসির একটি হলে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহবায়ক, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিজয় উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কাশেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান শারু, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব আলী আজম খান, শাহীন আরমান চৌধুরী, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান, এস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ, মানবাধিকারকর্মী মাসুদ হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ লুলু আহমেদ, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সমাজকর্মী আবদুল্লাহ আল তায়েফ, হাসান আহমেদ, কাইয়ুম রহমান ও ওয়াদুদ খান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শিল্পী সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিত বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার। নৃত্য পরিবেশনা করেন- দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ, উল্লাহ চিং। যন্ত্রানুসঙ্গে ছিলেন- অনুভব চ্যাটার্জী, মিশেল কলিন্স ও অমিত বড়ুয়া।

‘তোমার আমার ঠিকানা, ও আলোর যাত্রী’, ‘ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’, ‘নোঙর তোল তোল’ ইত্যাদি দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।

এছাড়া বড়দের পাশাপাশি শিশুদের চমৎকার আবৃত্তিতে মুগ্ধতা ছড়িয়ে যায় হলভর্তি বাংলাদেশি প্রবাসীদের মাঝে। আবৃত্তিতে অংশ নেয় শিশু সমৃদ্ধ বড়ুয়া বর্ণ, আয়ুস চ্যাটার্জী ও শুভমিতা।

উৎসবে শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে।

সভাপতির বক্তব্যে এনায়েত উল্লাহ ইনু বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের অন্যতম অধ্যায় একাত্তর। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরার দৃঢ় প্রত্যয় নিয়েই মূলত আমাদের বিজয় উৎসব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা