× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশি কমিউনিটির ৪ জন পেলেন এথনিক প্রেস কাউন্সিল এওয়ার্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৬ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম

বাংলাদেশি কমিউনিটির ৪ জন পেলেন এথনিক প্রেস কাউন্সিল এওয়ার্ড

বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কমিউনিটির  চারজনকে এ বছর এথনিক প্রেস কাউন্সিল এওয়ার্ড দেওয়া হয়েছে। তারা হলেন, দীন ইসলাম, ডা. এএসএম নুরুল্লাহ তরুণ, মোর্শেদ নিজাম সিপিএ এবং রিমন ইসলাম। ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা এ বছর তাদেরকে সম্মানজনক ‘ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এওয়ার্ড প্রদান করেছে।

এওয়ার্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে দীন ইসলামকে বাংলাদেশি কমিউনিটিতে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র উন্নয়নে ভূমিকা রাখার জন্য এওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ ও কানাডাতে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন তিনি। ডা. এএসএম নুরুল্লাহ তরুণ টরন্টোতে ফ্যামেলি ফিজিসিয়ান হিসেবে কাজ করছেন। নিজের পেশার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সামাজিক কাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কমিউনিটির যেকোন ভাল কাজে সর্বাগ্রে ছুটে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটিতে সমাজকর্মে ভূমিকা রাখার জন্য তাকে এ বছর এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া মোর্শেদ নিজাম পেশায় একজন একাউনট্যান্ট।

সিপিএ ডিগ্রিধারি মোর্শেদ নিজাম টরন্টো বাংলা স্কুল এবং বাংলা টাইটান্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে চলেছেন। এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অকাতরে সাপোর্ট দিয়ে চলেছেন। বাংলাদেশি কমিউনিটির প্রতি তার স্বীকৃতির অংশ হিসেবে এ এওয়ার্ড দেওয়া হয়। কমিউনিটি এক্টিভিস্ট রিমন ইসলাম বাংলাদেশি কমিউনিটির তরুণদের নিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। সেইসব কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ বছর ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, রুমানিয়াসহ ১৫০ টিরও বেশি ইমিগ্র্যান্টধরি মিডিয়া প্রতিনিধি ও বিশিষ্টজনদের এ এওয়ার্ড প্রদান করা হয়। গত ২০ শে ডিসেম্বর, ২০২৪ এথনিক প্রেস কাউন্সিলের বাৎসরিক ডিনারে বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা এ চার জনের হাতে এওয়ার্ড তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা