নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩১ পিএম
দক্ষিণ কোরিয়ায় বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে বাংলাদেশি এক যুবক প্রাণ হারিয়েছেন। সাকিবুর রহমান সঞ্জিব নামের ওই যুবকের বাড়ি নরসিংদীতে।
স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ বছর বয়সী সাকিবুর রহমান সঞ্জিব নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকার মুজিবুর রহমানের ছেলে।
নিহত সঞ্জিবের স্বজনরা জানান, ২০২০ সালে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যান সাকিবুর রহমান সঞ্জিব। কয়েক দিন আগে বাংলাদেশে ছুটি কাটিয়ে দক্ষিণ কোরিয়ায় যান তিনি। সোমবার ছুটির দিন থাকায় তিনি তার বন্ধুদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে ঘুরতে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে সঞ্জিব তলিয়ে যান। পরে সমুদ্রের উদ্ধার কর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
সঞ্জিবের চাচা আতিকুর রহমান বলেন, সোমবার দুপুরে তারা জানতে পারেন সঞ্জিব বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। মরদেহ বর্তমানে একটি হাসপাতালে রাখা আছে। তা দেশে আনার প্রক্রিয়া চলছে।