× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৪:১৩ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ১৫:৫২ পিএম

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি এ নেতার অভিযোগ, ‘দরিদ্র অটোরিকশাচালকদের কাছ থেকে সরকারি দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করে তাদের সর্বস্বান্ত  করেছে।’ সরকার দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটপাট করে শেষ করে দিয়েছে এমন অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, অবিলম্বে আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রিজভী বলেন, 'হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান বন্ধ করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। উনি ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি এ ঘড়ির দাম অনেক টাকা। অনেক মানুষ বলে ৫০ লাখ টাকা। তিনি যে সানগ্লাস পরেন সেটারও অনেক দাম, লাখ টাকা ছাড়িয়ে যাবে। যার সানগ্লাসের এত দাম, ঘড়ির দাম ৫০ লাখ টাকার ওপরে তিনি এই ব্যাটারিচালিত রিকশাওয়ালাদের মর্ম কীভাবে বুঝবেন। উনি কি জানেন এরা একবেলা খায় নাকি দুই বেলা খায়? ওবায়দুল কাদের কি জানেন তারা যে পরিশ্রম করে রিকশা চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে কি না। 

ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশে রিজভী বলেন, ‘দেশে আলুর দাম সিজনেও ৫০ টাকা এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ওবায়দুল কাদের সাহেব জানেন না উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না। কারণ ওনাদের প্রত্যেকটি নেতা এবং তাদের আত্মীয়স্বজন বিদ্যুৎখাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে। শুধু টাকা পাচারের এই আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়ছি। সুতরাং তারা কী করে ওই ব্যাটারিচালিত রিকশাওয়ালাদের করুন কাহিনী জানবে। কী করে জানবে ওবায়দুল কাদের সাহেবরা।

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই ব্যাটারিচালিত রিকশা নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। এ আমদানি করার লাইসেন্স কে দিল? ঢাকাসহ প্রতিটি শহরেই আমি দেখেছি এ ব্যাটারিচালিত যান চলাচল। তাদের এ রোড পারমিশন কারা দিল? আপনার সরকারই দিয়েছে! এগুলো যারা ইমপোর্ট করেছে তারা তো আওয়ামী লীগের লোক। তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী। আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে তাদেরই দোষ হয়ে গেল! আপনাদের পেট ভরে বদ হজম হবে তারপরও আপনাদের টাকা দরকার। তারপরও এরা কিন্তু এমনি এমনি চালাতে পারে না আপনার প্রশাসনের লোকদের টাকা দিতে হয় স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয় এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পরও যতটুকু তাদের উপার্জন হয় সেটা দিয়ে কোনো রকমে তারা দিনযাপন করে। আর এদের ওপরেই আপনারা চালাচ্ছেন স্টিম রোলার এদের উপরি আওয়ামী লীগের তরবারি মাথার ওপর ঝুলছে। ওবায়দুল কাদের সাহেব আপনি গরিবের আহার কেড়ে নিয়ে ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। ওই স্বর্গে আপনারা আর বেশি দিন বসবাস করতে পারবেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা