× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে যত খুন হয়েছে, আওয়ামী লীগকে প্রতিবাদ জানাতে দেখিনি : সালাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৬:৪২ পিএম

সীমান্তে যত খুন হয়েছে, আওয়ামী লীগকে প্রতিবাদ জানাতে দেখিনি : সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘তিনি (ওবায়দুল কাদের) আজকেও বলেছেন- বিদেশে তাদের কোনো মুরুব্বি নেই। অথচ সীমান্তে হামলা এবং যতগুলো খুন হয়েছে কোনোটার প্রতিবাদ আমরা আওয়ামী লীগকে জানাতে দেখিনি। যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছি। যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা ঋণী। কিন্তু তার মানে এই নয় যে, আমরা দিল্লির দাসত্ব করব। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা কারো বিপক্ষে নই, বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তার বিপক্ষে আছি।’

শনিবার (১৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ‘সীমান্তে ভারতীয় বিএসএফকর্তৃক নিরীহ বাংলাদেশীদের হত‍্যার প্রতিবাদ এবং নিত‍্যপ্রয়োজনীয় দ্রব‍্যমূল‍্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার’ দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, ‘গত দুটি নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র (ভারত) আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করেছে তা পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না। আজকে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব চায়, নাকি জনগণের বন্ধুত্ব চায়। তারা কী জনগণের শত্রু হবে নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হবে।’

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষ আজ তাদের ভোটের অধিকার ফেরত চায়। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। তাই এদেশকে কেউ পদদলিত করতে পারবে না, শৃঙ্খলিত করতে পারবে না। আজকে যদি সরকার পরিবর্তন সকল গণতান্ত্রিক পথ রূদ্ধ করা হয় তাহলে ভোটাধিকার, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য আধিপত্য সরকারকে বিদায় করতে জনগণ সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে। যদি জনগণের পালস বুঝতে পারেন তাহলে বলব স্বৈরাচারী পথ থেকে সরে আসুন। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। দেখেন জনগণ কাকে চায়।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন চলছে। দেশের মানুষ একতরফা নির্বাচন মানছে না। এখনও প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের বলেন- জনগণ তাদের সঙ্গে আছে। ৫ ভাগ মানুষও ভোট দিতে যায়নি। মানুষ তাদের প্রত্যাখান করেছে। তাই বলব- দেশকে অরাজকতার দিকে ঠেলে দিবেন না।’

‘সরকার দেশে দুর্ভিক্ষ লাগিয়ে নিজেদের মধ্যে হানাহানি বাজাতে চান এবং অন্য রাষ্ট্রকে সুযোগ করে দিতে চান। বাংলাদেশকে ক্ষতির দিতে নিয়ে যেতে চান। সে পথ থেকে দূরে সরে আসুন,’ বলেন সালাম।

মানববন্ধনে মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভুঁইয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য দেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব এ এ কাফী, সহ সভাপতি ইন্জিয়ার ওসমান গনি, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এডভোকেট আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এ কে আসাদ, দপ্তর সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা