× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচনে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান রিজভীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৫:৫৭ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১৬:০৯ পিএম

উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

উপজেলা পরিষদ নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সংবলিত দলীয় লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘আগামীকাল থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের ভোট। এ ভোট চার দফায় অনুষ্ঠিত হবে। এ ভোট হচ্ছে ডামি ভোট, এ ভোট হচ্ছে প্রহসনের ভোট, এ ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এ ভোটে জনগণ অংশগ্রহণ করবে না।’

তিনি বলেন, ‘ সবার প্রতি আহ্বান জানাই। সারা দেশে আপনাদের যারা আত্মীয়স্বজন-ভাই-বোন আছে সবাইকে বলবেন কেউ যেন ভোটকেন্দ্রে না যায়। এ ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে।’

উপজেলা নির্বাচনের ভোটের প্রাক্কালে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী এলাকায় পথচারী, যানবাহনচালক ও যাত্রীদের হাতে উপজেলা নির্বাচনের ভোট বর্জন সংবলিত লিফলেট বিতরণ করেন রিজভী।

এ সময়ে তার সঙ্গে দলের সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্র দলের সাবেক নেতা তৌহিদুর রহমান আউয়াল, মহিলা দলের রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘আগামীকাল ১৫০টি উপজেলায় আবারও প্রহসনের জালিয়াতির ডামি নির্বাচন করছে সরকার। যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই যেটি আবারও করতে যাচ্ছে এ ডামি সরকার। এর কারণ কী? কারণ একটিই। উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে। একেকজন উপজেলা চেয়ারম্যান ১০০ বিঘার জমি-জমা করেছেন খবরে কাগজে এসেছে। আবার অনেকে ১৮ হাজার কোটি টাকা সম্পত্তি করেছে। এ কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে আবারও ডামি নির্বাচন তারা করতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণ এ ডামি নির্বাচনে অংশগ্রহণ করবে না, গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক এ নির্বাচনে অংশগ্রহণ করছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামীকালসহ চার দফায় যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচন জনগণ বর্জন করবে। যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন তারা বর্জন করেছে ঠিক একইভাবে এ নির্বাচনও বর্জন করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা