× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ ‘শূন্য টিনের বাক্স’ : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৬:২৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৬:৩৮ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের তালিকাই বলে দিচ্ছে আওয়ামী লীগ ‘শূন্য টিনের বাক্স’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৬ মে) দুপুরে এক মানববন্ধনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী, ‘জনগণ এই নির্বাচন (উপজেলা পরিষদ) করবে না, গণতন্ত্রের পক্ষের মানুষ ওখানে দাঁড়াবে না, এটাতে এখন আর সাধারণ মানুষ নেই। আওয়ামী লীগের মন্ত্রী-এমপি যারা সুবিধাবাদী, যারা সুযোগসন্ধানী, তারা নমিনেশন কিনছে। রাজনীতি করেন যারা তারা আর নেই।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনার দল যে শূণ্য টিনের বাক্স হয়ে গেছে, এটা আগে ধরুন, তারপরে বিএনপির কথা বলুন। ভাঙা কলসি বাজে বেশি, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, আপনাদের আওয়াজ বেশি হচ্ছে। তাই বিএনপি নাকি দূর্বল হয়ে পড়েছে, বিএনপি ব্যর্থ, বিএনপি হতাশ, বিএনপির নেতারা বিদেশে চলে যাচ্ছে- এসব নানা কথা বলে নিজেরাই যে ভেতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে এটা চাপা দেওয়ার চেষ্টা করছে।’

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে রিজভী বলেছেন, ‘একটা ডামি নির্বাচন করতে যাচ্ছেন যেখানে জনগণের কোনো সমর্থন নেই, সেখানে আওয়ামী লীগের লোকেরাই বলছেন, সব যদি মন্ত্রী-এমপির আত্বীয়-স্বজনরা উপজেলা নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি করবে? এজন্য আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করা হলো। কিন্তু একজনও কথা শোনেনি, সবাই দাঁড়িয়েছে। তারা বলছে, প্রধানমন্ত্রীর ২০/৩০ জন আত্বীয়-স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে তাহলে আমরা বাদ যাব কেন? এই হচ্ছে অবস্থা।’

সরকারের পাশে ‘গণশত্রুরা’

রিজভী বলেন, ‘জনগনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে, জনগণের মালিকানা যারা ছিনিয়ে নেয় তাদের জনসমর্থন থাকে না। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খেলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু।’

তিনি বলেন, ‘যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছেন, যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বর্হিভূতভাবে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করে বা সন্ত্রাসী করে অন্যের জমি-জায়গা দখল করে এদেরকে জনগণ পছন্দ করে না। আর এসব লোক যদি আওয়ামী লীগের পাশে থাকে, প্রধানমন্ত্রীর পাশে থাকে, সরকারের পাশে থাকে তাহলে তো জনগণ থাকবে না। জনগণ যে তাদের সঙ্গে নেই এজন্য তারা ‘ফাঁপা টিনের বাক্সে’ পরিণত হয়েছে। মুড়ির টিনে যদি মুড়ি না থাকে আপনি টোকা দেবেন দেখবেন। আওয়ামী লীগ এখন শূণ্য মুড়ির টিন।’

উন্নয়ন হলে জনগণের দুর্ভোগ কেন

রিজভী বলেন, ‘যা বলেছেন জনগণকে, সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে, সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মাসেতু দেখান, তাহলে এবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেনো?’

তিনি বলেন, ‘জনগণকে আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? তাদেরকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম, গ্যাসের দাম, পানির দাম বাড়াচ্ছেন। আজকে গণতান্ত্রিক শাসন নেই বলে, আজকে বৈধ পার্লামেন্ট নেই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে টুটি চেপে ধরে বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়িয়ে ট্যাক্স নিচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে উচ্চ-মধ্যবিত্ত, মধ্যবিত্ত কোনঠাসা। তারা মানুষের কাছে হাত পাততে পারে না। কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর মজুর-শ্রমিকরা তিন বেলা কেউ খেতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘একদিকে মূল্যস্ফীতির চাপ, আারেক দিকে ক্রমাগতভাবে প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছেই। শেখ হাসিনা চান জনগণের গোরস্তানের ওপর তিনি রাজত্ব করতে। গোটা জনগনকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান।’

এসময় বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে ‘অর্থ লুট’ করে এখন সরকার দূর্বল ব্যাংক হিসেবে একীভূত করার উদ্যোগের কঠোর সমালোচনা করেন রিজভী।

মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতা হাবিব উন নবী খান সোহেল, সা্ইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমূখ নেতাদের মুক্তির দাবি জানান রিজভী।

জাতীয় প্রেসক্লাবের সামনে হাবিব উন নবী খান সোহেল মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

সংগঠনটির আহ্বায়ক নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে এই মানববন্ধনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সাদরেজ জামান, জাহিদুল কবির, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা