প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪ ০০:৪৪ এএম
আপডেট : ০৬ মে ২০২৪ ১১:১১ এএম
প্রতীকী ছবি
গ্রামাঞ্চলে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল জাতীয় পার্টি।
রবিবার (৫ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক বলেন, ‘গ্রামগঞ্জে লোডশেডিং ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ১২ ঘণ্টা, কোথাও ৮ ঘণ্টা। আমার এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সরকার বলেছে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? গ্রামে লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করবেন কেন?’
আইএমএফের প্রস্তাবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে মুজিবুল হক বলেন, ‘মন্ত্রী দাম বৃদ্ধিকে বলেন সমন্বয়। এ সমন্বয় এক বছর করেছেন। আগামী তিন বছরে ১২ বার করবেন। ভর্তুকি পুরো তুললে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে। মানুষ কিনতে পারবে কি না আমি জানি না। দাম বৃদ্ধি না করে এমন পদক্ষেপ নেন, যেটাতে জনগণের ওপর চাপ না পড়ে সহনীয় পর্যায়ে আপনারা সরকারেও থাকতে পারেন, আর বিদ্যুৎও যাতে পাওয়া যায়।’
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সড়কের বেশিরভাগ দুর্ঘটনার কারণ গাড়ির ফিটনেস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই। মন্ত্রী যদি একটু স্ট্রং হন। পুরোনো গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি ও অটো রাস্তায় না চললে মানুষ এভাবে মারা যাওয়া বন্ধ হবে।’