× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ : সালাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৬:১৫ পিএম

রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। প্রবা ফটো

রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। প্রবা ফটো

দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

রবিবার (৫ মে) সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পানি বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবি দল-ঢাকা মহানগর দক্ষিণ।

আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা, গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা। সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়। 

তিনি বলেন, ‘দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন। সংসদের কি জনপ্রতিনিধি আছে।’

বিদ্যুৎ মন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, উনি বলেন, ‘কেউ সরকারের সমালোচনা করতে পারবে না।’ বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেয়া হয়েছে। ওদেরকে বাঁচার জন্য। কেউ কোর্ট এ যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে। ওরা চুরি করছে।

সুন্দরবনে কখনও শুনিনি আগুন লাগিয়েছে জানিয়ে তিনি বলেন, কে আগুন লাগিয়েছে, জানতে চাই।

সরকারের আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করেছে, আর ওরা বিএনপির সমালোচনা করে। ওরা বলে- ‘বিএনপি নাকি গণতন্ত্র চায় না।’

এ দেশের গণতন্ত্রকে বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে, তাই এ কাজ করেছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনারা বিকল্প এ দেশের জনগণ, রিক্সাওয়ালা, এরা নির্ধারণ করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বলেন, ‘বিএনপির নেতা কে?’ আমরা বলতে চাই, শেখ হাসিনার পরে বিএনপির নেতা কে? সেটির খোঁজ নাই। আর বিএনপি নিয়ে কথা বলেন। নিজের ঘরের খোঁজ রাখেন।

মহানগরর দক্ষিণ মৎস্যজীবি দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও কে এম সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমিরসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা