× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও জনগণ জেগে উঠবে : জয়নুল আবদিন ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৪:০৪ পিএম

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে কথা বক্তৃতা রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে কথা বক্তৃতা রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো

আওয়ামী লীগ সরকারকে হটাতে জনগণ আবারও জেগে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে দেশের পরিস্থিতি তুলে ধরে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নেতারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নাই। পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য দাবিয়ে রাখে।’ 

‘আজকে শুক্রবার বলছে যাচ্ছি, বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। কারণ জেগে উঠার সময় এখন খুব কাছে।’

সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক বলেন, ‘আপনারা জনগনের কাছে হেরে যাবেন। হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দেন না। ছেড়ে দিয়ে চলে যান। শ্রীলংকার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান।’

‘সংসদ অধিবেশন চলছে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাস করে দিয়ে নীরবে বিদায় নেন। ইনশাল্লাহ সুষ্ঠু ভোটের মাধ্যমে কে জয়লাভ করবে তা দেখবেন।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিবসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ জয়নুল আবদিন ফারুক কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘২০২৪ সালে ৭ জানুয়ারির ভোট সুষ্ঠু হয়নি। এটা দেশ-বিদেশের মানুষ জানে। ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতায় থাকলে গ্রেপ্তার করা যায়, ক্ষমতায় থাকলে বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেলে রাখা যায়, সাজা দেওয়া যায়। কিন্তু জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠবে, জনগন যখন রাস্তায় নেমে পড়বে ক্ষমতার দাম্ভিকতায় কাজ হবে না। ক্ষমতা অবশ্যই আপনাকে ছাড়তেই হবে।’

‘আমরা বলতে চাই, হাবিবুর রহমান হাবিব জেল থেকে মুক্তি পেয়েছে, সুলতান সালাউদ্দিন টুকুও বের হবে। দেশনেত্রীও জেল থেকে বেরুবে, বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে সেইদিন জনগন আপনাদেরকে জবাব দেবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছেন, নিপীড়ন-নির্যাতন করেছেন, একজন দেশনেত্রীকে যিনি কখনও নির্বাচনে পরাজিত হন নাই সেই নেত্রীকে এক কোটি টাকার নামে মিথ্যা মামলা দিয়েছেন (এসবের কোনো নজির নেই)।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মুনিরেরে সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের ‍মুহাম্মদ রহমাতুল্লাহ, আজমল হোসেন পাইলট প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা