× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিঃশর্ত ঐক্যের আহ্বান পরশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৯:২৬ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৯:৩৯ পিএম

যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ।

যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তীতে যুব মহাসমাবেশে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

যুব মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী প্রশানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ভাই ভাইয়ের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সব সহযোগী সংগঠনের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। 

তিনি বলেন, ‘গত ১৪ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সুখে রেখেছেন, অনেক শান্তিতে ঘুমিয়েছি আমরা। কিন্তু আগামী ১৪ মাস পরিবার, বন্ধু সব ভুলে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজটিকা পরিয়ে বিজয়ী করতে হবে, বিজয় অর্জন করতে হবে নৌকা মার্কার।’

পরশ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জিত হলে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্বাধীনতাবিরোধীদের রাজনীতি, তাদের কোনো শক্তি দাঁড়াতে পারবে না।

পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে নিজের বাবা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, মা আরজু মনিকে হারিয়ে এতিম হন শেখ ফজলে শামস পরশ ও তার ভাই শেখ ফজলে নূর তাপস।

তাপসকে উৎসব মঞ্চে পাশে রেখে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আজকে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়, তারা পঁচাত্তরের ১৫ আগস্টের খুনিদের রক্ষায় ইনডেমনিটি আইন পাস করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে একুশে আগস্টে গ্রেনেড হামলা করেছেন। আজ তাদের মুখে আমাদের মানবিকতার স্তবক শুনতে হয়।’ 

বিএনপির সমালোচনায় শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি কখনও সত্য কথা বলেনি। কী করে বলবে? তারা তো কখনও সত্যের রাজনীতি করে না। তারা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, তারাই তো ১ কোটি ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। 

শেখ হাসিনাকে 'ক্রাইসিস ম্যানেজার' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তিন বছর করোনা মহামারির পর এখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে যে সংকট, তা বিশ্বজুড়ে। তবে এ ক্রাইসিস ক্ষণস্থায়ী। শেখ হাসিনা পৃথিবীর বেস্ট ক্রাইসিস ম্যানেজার। তিনিই একমাত্র এই সংকট থেকে আমাদের মুক্ত করতে পারবেন।’

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী খুনি জিয়ার দল ও জামায়াত-শিবির আবারও দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। আজকে আমরা বলতে চাই, তাদের মোকাবিলা করতে আওয়ামী যুবলীগের লাখো নেতাকর্মী প্রস্তুত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা