× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালে দল বিবেচনা করবে : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৯:০০ পিএম

শনিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো

শনিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে দলীয় উদ্যোগে রাজধানীর শান্তিনগর মোড়ে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

রিজভী বলেন, ‘এখনও সুযোগ আছে। যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয়ে বিবেচনা করবে। সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে।’

বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না। দেশের মানুষ এ সরকারের অধীনে নির্বাচনে যায়নি যাবেও না। তাই দেশের স্বার্থে ও মানুষের অধিকার আদায়ে নির্বাচন বর্জন করুন।’

তিনি বলেন, ‘ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বনজঙ্গল উজার করে, নদী-নালা, খাল-বিল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থপান করে মানুষের জীবন সংকটে ফেলে দিয়েছে সরকার।’ সারা দেশে চলমান তীব্র দাবদাহের জন্য সরকার দায়ি বলে উল্লেখ করেন তিনি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুবদলের সাবেক সহসভাপতি শহীদ তালুকদার, সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহস্বাস্থ্য সম্পাদক ডা. সায়েম ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জামান, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, কাজী রফিকুল ইসলাম, ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহসাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, স্বাস্থ্য সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, সহদপ্তর সম্পাদক রফিক হাওলাদার, জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, ওমর ফারুক পাটোয়ারী, শাহবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজ, সাব্বির, পল্টন থানা ছাত্রদলের আল আমিন, ছাত্রদল নেতা মিরাজ, ডা. মুশফিক, আশরাফুল আসাদসহ নেতৃবৃন্দ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা