× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ২০:৩৪ পিএম

বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলা থেকে ঢাকা বিভাগের লিফলেট কার্যক্রম শুরু করে বিএনপি। প্রবা ফটো

বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলা থেকে ঢাকা বিভাগের লিফলেট কার্যক্রম শুরু করে বিএনপি। প্রবা ফটো

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নরসিংদীর সদর উপজেলা থেকে ঢাকা বিভাগের লিফলেট কার্যক্রম শুরু হয়েছে।

কার্যক্রম শুরুর আগে নরসিংদী জেলা বিএনপি অফিসে জেলার কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, ‘বর্তমান ভোটচোর, ক্ষমতা জবরদখলকারী ও ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কারণ ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনেও দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে। সে কারণে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করছে না সরকার। তবে যত কৌশলই অবলম্বন করুক না কেন, আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখাবে।’

তিনি বলেন, ‘আমরা দেশের জনগণকে বলব- আসুন আপনারা নিজেদের অধিকার আদায় এবং অবৈধ সরকারকে প্রতিরোধের অংশ হিসেবে এবারের উপজেলা নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বিশেষ বক্তা ছিলেন, সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। কর্মিসভা শেষে নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা