প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২১:১৮ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ১৮ পদধারী নেতা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন। সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ হিসাব পাওয়া গেছে। আগামী ৮ মে ১৫২ উপজেলায় প্রথম ধাপের ভোট হবে। এ নির্বাচনে বিএনপির পদধারীসহ সাবেক ও অব্যাহিত পাওয়া ৪৯ নেতাকর্মী মনোনয়নপত্র জমা দেন।
সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিএনপি সূত্রে জানা যায়, এদিন দলটির ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকী ৩৮ জনের মধ্যে ১৮ জন দলীয় পদে রয়েছেন। অন্যরা হচ্ছেন- দল থেকে অব্যাহিত পাওয়া সাবেক নেতা কিংবা তাদের আত্মীয়স্বজন।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় পদধারী নেতাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যার হিসাব এখনও চূড়ান্ত নয়। প্রত্যাহারের সংখ্যা আরও বাড়তে পারে।
উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর গত সপ্তাহে ১৫ এপ্রিল রাতে বিএনপি স্থায়ী কমিটি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করে। স্থায়ী কমিটি বলেছে, ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত তা পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারা মনে করেন, বর্তমান অবৈধ সরকরের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠ ও অবাধ হতে পারে না। সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নাই। তাই এ অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী ৮ মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।