× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্র না ফেরা পর্যন্ত ‘ভারতীয় পণ্য বর্জন’ আন্দোলন : ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৭:১৮ পিএম

জয়নুল আবদিন ফারুক। ফাইল ফটো

জয়নুল আবদিন ফারুক। ফাইল ফটো

দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত ‘ভারতীয় পণ্য বর্জন’ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারতীয় পণ্য বর্জনের এ আন্দোলন চলছেই, চলবে। আমরা আপনাদের (ভারতের) বিরুদ্ধে নই… আমরা আপনাদের সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে অনেক গরিব মানুষ ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছে। আমরা তাদেরও সমর্থন করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার সহযোগী আপনারা (ভারত সরকার)। তাই আপনাদের আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকব, করতেই থাকব, যতদিন না পর্যন্ত বাংলাদেশ এ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে।’

জয়নাল আবদিন ফারুক বলেন, ‘আর বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না। বিএনপি বসে থাকবে না। কোনো কোনো যুদ্ধে পিছিয়ে আসতে হয়। বিএনপি এমন একজন নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কথা দিয়ে যেতে পারি… আন্দোলনে আমরা পিছু হটিনি, আন্দোলনে শক্তি অর্জন করেছি। বিজয় অবশ্যই বাংলাদেশের জনগণের হবে।’

জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ মানববন্ধন হয়।

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা