× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে : সাইফুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২২:৪৯ পিএম

নারায়ণগঞ্জ জেলার বর্ধিত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রবা ফটো

নারায়ণগঞ্জ জেলার বর্ধিত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রবা ফটো

বর্তমান সরকারের ক্ষমতায় থাকার রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে নারায়ণগঞ্জে পার্টির জেলা কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর এবার আর লম্বা সময় সরকারের ক্ষমতায় থাকার অবকাশ নেই। কারণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন ক্ষমতায় থাকতে সরকারকে রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সরকারে থাকার রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় সরকার দেশ চালাতে পারছে না। কেউই সরকারের কথা শুনছে না। দেশে চলছে এক ধরনের নৈরাজ্য।’

তিনি বলেন, ‘সরকার ও তার মন্ত্রীদের কথা মানুষ আর বিশ্বাস করে না। এ কারণে সরকারের বিশ্বাসযোগ্যতাও এখন তলানীতে। মন্ত্রীরা যখন বলে মানুষ ভালো আছে, তা মানুষের সঙ্গে উপহাসের সামিল। মন্ত্রীদের কথাবার্তা মানুষের কাটা ঘায়ে নুনের ছিটার মত।’

তিনি আরও বলেন, ‘গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। দেশকে দ্রুত তারা ব্যর্থ আর অকার্যকরী করে তুলেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বিদ্যমান দুঃশাসন বিদায় দেওয়া ছাড়া দেশবাসীর সামনে আর কোনও পথ নেই।’ দেশ ও জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নতুন পর্বের গণসংগ্রাম জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির নেতা রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, আংগুর মিয়া, নাসির হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, স্বাধীন মিয়া, সুরুজ আলী, মুক্তার হোসেন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে গার্মেন্টসসহ বিভিন্ন বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানান।

সভায় ঈদের আগে প্রত্যেক শ্রমজীবী পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়ার দাবি জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা