× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদী পরিস্থিতিতে মানুষের জীবন অতিষ্ঠ : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ২৩:০০ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১০:৫৫ এএম

ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় ও ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় ও ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই একটা চরম ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আজ যেটা প্রয়োজন তা হলো জাতীয় ঐক্য। সমস্ত জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ।’

বুধবার (৩ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় আইনজীবীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এখানে কোনো ব্যক্তি বা দল বড় কথা নয়, আজ আপনার অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সে ক্ষেত্রে আপনারা আইনজীবীরা একটা বিশাল ভূমিকা পালন করেছেন এবং পালন করছেন। এই সীমিত সাধ্যের মধ্যেও আপনারা আদালতগুলোয় আমাদের নেতাকর্মীদের মুক্ত করছেন এবং মামলাগুলো অনেক সময় খারিজ করছেন। এগুলো আপনাদের (আইনজীবী) চেষ্টাতেই সম্ভব হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজ শাসকগোষ্ঠী এই আওয়ামী লীগ... তারা অতীতেও যখন ক্ষমতায় ছিল তখন একইভাবে সমস্ত দল নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজ আবার একই কায়দায় নতুনভাবে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই সংগ্রাম করছি, লড়াই করছি।’

ফখরুল বলেন, ‘আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ; অসুস্থ অবস্থায় তিনি বন্দিজীবন যাপন করছেন। আমাদের ৩০ হাজারের বেশি মানুষকে অর্থাৎ নেতাকর্মীকে বন্দি করা হয়েছে। বিভিন্ন মামলায় দেড় হাজারের বেশি নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, প্রায় দুই যুগ ধরে আমাদের দেশে সংবিধান কাটছাঁট করে মানুষের ভোটের অধিকার, অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, বেঁচে থাকবার অধিকার এবং একটা মুক্ত পরিবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা এ দেশে ১৯৭১ সালের যে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক একটা সমাজব্যবস্থা সেটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি-লড়াই করছি।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা